'লালপেড়ে' এর ব্যাসবাক্য কোনটি?
A যে গাছের পেয়ারা লাল
B লাল পাড় যে জামার
C যে পাড়ার মাটি লাল
D লাল পাড় যে শাড়ির
Solution
Correct Answer: Option D
- পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
যেমন –
এক গো যার = একগুঁয়ে,
লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।