অন্তর্গত অপ যার- 

A অন্তঃজাল

B অন্তর্ধান 

C অন্তর্নিহিত

D অন্তরীপ

Solution

Correct Answer: Option D

- যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে, যে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের কিছু উদাহরণঃ
- অন্তর্গত অপ যার = অন্তরীপ,
- দু দিকে অপ যার = দ্বীপ,
- নরাকারে পশু যে = নরপশু,
- পণ্ডিত হওয়েও যে মূর্খ = পণ্ডিত্মূর্খ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions