"যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।" চরণটির রচয়িতা-
A জীবনানন্দ দাশ
B রবীন্দ্রনাথ ঠাকুর
C অমিত রায়
D কাজী নজরুল ইসলাম
Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসের শেষে অমিতকে উদ্দেশ্য করে লাবণ্যের একটি চিঠির অংশবিশেষ আলোচ্য কবিতাটি ।