Solution
Correct Answer: Option A
Stop Genocide বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র । জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২০ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রটি তৈরি করেন । মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্র্যগ্রহণকারী বাঙালিদের হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশে অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি এ প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছিল । মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রে A state is born এর পরিচালক জহির রায়হান । বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস Sultana's Dream. উইলিয়াম শেক্সপিয়র কর্তৃক ট্রাজেডি Macbeth.