মানুষের ভাষাকে ''সাধু ভাষা'' হিসেবে প্রথম অভিহিত করেন কে?

A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C রাজা রামমোহন রায়

D প্যারীচাঁদ মিত্র

Solution

Correct Answer: Option C

সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয় । বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির ব্যাপক প্রচলন ছিল । রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষাকে 'সাধু ভাষা' হিসেবে সর্বজনীন করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions