বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B জন ক্লার্ক মার্শম্যান

C চার্লস উইলকিন্স

D গৌরদাস

Solution

Correct Answer: Option C

ওয়ারেন হেস্টিংস এর অনুসারে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণের বই লিখার পর ছাপার যন্ত্র বা বাংলা মুদ্রণ হরফ না থাকায় হেস্টিংস তাঁর অধীনস্ত কর্মচারী চার্লস উইলকিন্সকে হরফ তৈরির নির্দেশ দেন । উইলকিন্স পরে পঞ্চানন কর্মকারের সহায়তায় বাংলা মুদ্রণ হরফ তৈরি করেন । ১৭৭৮ সালে তিনি হুগলিতে প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন বলে তাঁকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions