Solution
Correct Answer: Option A
- ভাষার মূল উপাদান ও ক্ষুদ্রতম একক ধ্বনি ।
- বাক্যের মূল উপাদান বা উপকরণ শব্দ ।
- ভাষার মূল উপকরণ বা ভাষার বৃহত্তম একক বাক্য ।
- ধ্বনি, শব্দ ও বাক্য ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা ভাষার মৌলিক অংশ হিসেবে পরিগণিত । অপরদিকে সন্ধি উচ্চারণের সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে ।
- উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন ঘটায় ।
- অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে , বর্ণ হলো ধ্বনি নির্দেশ প্রতীক ।