'ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট' -- এ ''ইট'' কে বাংলা ভাষায় কি বলে?
A কথা
B ব্যাকরন
C বর্ণ
D বাক্য
Solution
Correct Answer: Option C
বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় । ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ । বর্ণকে ভাষার ইট বলা হয় । কারন, বর্ণ ব্যতীত ধ্বনিকে প্রকাশ করা যায় না ।