লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি?

A একজন লোক বলে

B সাধারণ লোকে বলে

C নির্দিষ্ট কেউ বলে

D দুইজন লোক বলে

Solution

Correct Answer: Option B

ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে । বাংলা ভাষায় সাধারণত দুইভাবে (একবচন, বহুবচন ) বচন নির্ণয় করা হয় । যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা প্রদান করা হয় তাঁকে বহুবচন বলে । উদাহরণঃ লোকে বলে । প্রদত্ত উদাহরণে 'লোক' বহুবচন হিসেবে ব্যবহৃত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions