প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?

A ১০

B ১২

C ১৫

D ১৩

Solution

Correct Answer: Option A

৪৮ টাকায় ক্রয় করে ১২টি কলা
১   টাকায় ক্রয় করে ১২/৪৮ টি কলা
১০০ টাকায় ক্রয় করে (১২ × ১০০)/৪৮ টি কলা
                         = ২৫টি কলা

এখন, ২৫% লাভে বিক্রয়মূল্য হবে ((১০০ + ২৫) = ১২৫টাকা

তাহলে,
১২৫টাকায় বিক্রয় করতে হবে ২৫টি কলা
১    টাকায় বিক্রয় করতে হবে ২৫/১২৫ টি কলা
৫০  টাকায় বিক্রয় করতে হবে (২৫ × ৫০) /১২৫ টি কলা
                                     = ১০ টি কলা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions