- মিথেন একটি অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস।
- এটি পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের তাপ শোষণ করে আটকে রাখে।
- ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী।
- কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন অনেক বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস।
- গ্রিন হাউস অ্যাফেক্ট কথাটি সর্বপ্রথম সোভানটে আরহেনিয়াস প্রথম ব্যবহার করেন।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো- কার্বন ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লোরোকার্বন (CFC) ইত্যাদি।
- অপরদিকে হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়।
গ্রিন হাউস ইফেক্টঃগ্রিন হাউস ইফেক্ট হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের তাপ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখে।
- সূর্য থেকে আসা আলোকরশ্মি পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে।
- পরে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ ইনফ্রারেড রশ্মি হিসেবে বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার চেষ্টা করে।
- কিন্তু বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্পের মতো কিছু গ্যাস এই তাপকে শোষণ করে আটকে ফেলে।
- এই আটকে থাকা তাপ পৃথিবীকে এমন একটি তাপমাত্রায় রাখে, যা জীবজগতের বেঁচে থাকার জন্য অপরিহার্য।
- তবে মানুষের কর্মকাণ্ডের ফলে এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে, যা বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত।