Solution
Correct Answer: Option A
সুপ অর্থ বিভক্তিযুক্ত নামপদ। বিভক্তিযুক্ত নামপদের সাথে অন্য এক বিভক্তিযুক্ত নামপদের যে সমাস হয় তাকে সুপসুমা সমাস বলে। মধ্যরাত্রির ব্যাসবাক্য- রাত্রির মধ্য। অন্যান্য উদাহরণ- ভূতপূর্ব (পূর্বে ভূত), মধ্যাহ্ন (অহ্নের মধ্য) ইত্যাদি।