'শ,য' কোন বর্ণ ?

A দন্ত্য বর্ণ

B ওষ্ঠ্য বর্ণ

C মূধন্যবর্ণ

D তালব্যবর্ণ

Solution

Correct Answer: Option D

তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণকে তালব্য বর্ণ বলে।চ,ছ,জ, ঝ,ঞ ,শ। য - বর্ণে দ্যোতিত ধ্বনি সাধারনত সম্মুখ তালু স্পর্শ করে উচ্চারিত হয়। এজন্য এ ধ্বনিটিকেও তালব্য ধ্বনি বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions