সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে?
Solution
Correct Answer: Option A
ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের অনুমতিক্রমে সম্রাট আকবরের শাসনামলে ২১৮ জন ইংরেজ বণিক ভারতে আসেন ১৬০০ সালে প্রতিষ্ঠা করেন 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী'। ১৬০৮ সালে ক্যাপ্টেন হকিন্স বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। সম্রাটের অনুমতিক্রমে সর্বপ্রথম ১৬১২ সালে কোম্পানি কুঠি স্থাপন করে ‘সুরাটে'। সম্রাট শাহজাহানের সময় বাংলার হরিহরপুরে প্রথম কুঠি স্থাপিত হয় ১৬৩৩ সালে। ঢাকায় প্রথম স্থাপিত হয় ১৬৬৮ সালে। বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি ছিল ফোর্ট উইলিয়াম।