আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম - এ বাক্যে 'আমরা' কোন কারক?

A কর্ম

B কর্তা

C করণ

D অপাদান

Solution

Correct Answer: Option B

- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তা কারক বলে। বাক্যে কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।
যেমন:
- আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।
- অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল।
- অর্থ অনর্থ ঘটায়। (কর্তায় শূন্য)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions