ঢাকার ''ধোলাই খাল'' কে খনন করেন?

A পরী বিবি

B ইসলাম খান

C শায়েস্তা খান

D ইশা খান

Solution

Correct Answer: Option B

ইসলাম খান বাংলায় নিযুক্ত প্রথম মুঘল সুবেদার। ইসলাম খান ১৬১০ সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানীর মর্যাদা প্রদান করেন। ঢাকার ধোলাই খাল খনন ও নৌকা বাইচের প্রচলন করেন ইসলাম খান। ধোলাই খাল পুরানো ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বাণিজ্যিক-আবাসিক এলাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions