“স্বার্থসিদ্ধির ব্যবস্থা” অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

A নিজের চরকায় তেল দেয়া

B নিজের ঢাক নিজে পেটানো

C নিজের কোলে ঝোল টানা

D মাছের তেলে মাছ ভাজা

Solution

Correct Answer: Option C

• নিজের কোলে ঝোল টানা - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।

• নিজের ঢাক নিজে পেটানো - নিজেই নিজের গুণগান করা।

• মাছের তেলে মাছ ভাজা - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।

• নিজের চরকায় তেল দেয়া - নিজের কাজে মনোযোগী হওয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions