সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?

A ২১

B ২৩

C ৪১

D ৪৩

Solution

Correct Answer: Option C

সংবিধানের ৪১ এ-
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
  - (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
  - (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions