Solution
Correct Answer: Option A
- দাদ একটি বহুল পরিচিত ছত্রাকজনিত রোগ, যা ত্বকের উপরিভাগে সংক্রমণ ঘটায়।
- এটি 'ডার্মাটোফাইট' নামক এক প্রকার ছত্রাকের কারণে হয়ে থাকে।
- এই রোগে ত্বকের ওপর গোলাকার লালচে র্যাশ দেখা যায় এবং চুলকানি হয়।
- অন্যদিকে, টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত, পোলিও ভাইরাসজনিত এবং স্কার্ভি ভিটামিন-সি এর অভাবজনিত রোগ।