Solution
Correct Answer: Option D
শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ । এর ব্যাস ১২০০০ কি.মি. । এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক । ৯ম-১০ম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের তথ্যানুযায়ী শনি গ্রহের উপগ্রহ সংখ্যা ৬২ টি । তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কানেজি ইন্সটিটিউট ফর সায়েন্সের বিজ্ঞানী স্কট শেফার্ড নতুন করে শনি গ্রহের ২০টি উপগ্রহ আবিস্কার করেন । ফলে বর্তমানে শনি গ্রহের মোট উপগ্রহ ৮২টি ।