'দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে'—বাক্যটির সঠিক কর্তৃবাচ্য রূপ কোনটি?
A দস্যুদল গৃহটি লুণ্ঠন করবে
B দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে
C গৃহটি দস্যুদল লুণ্ঠন করেছিল
D দস্যুদল কর্তৃক গৃহ লুণ্ঠিত
Solution
Correct Answer: Option B
ভাববাচ্যে কর্মের ওপর (লুণ্ঠিত হওয়া) জোর থাকে, কর্তা ধরা হয় না।
কর্তৃবাচ্যে কর্তা (দস্যুদল) স্পষ্টভাবে কাজ সম্পন্ন করছে।
তাই সঠিক উত্তর -দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে