ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে?

A ১৭৮৯

B ১৮১৫

C ১৪৫৩

D ১৮২১

Solution

Correct Answer: Option B

১৮ জুন, ১১৫ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ও ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটন এবং পার্শিয়ান সেনাঅরধান গাবার্ড ডন বুনারের মধ্যে বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে এ যুদ্ধে নোপোলিয়ন মিত্রবাহিনীর নিকট পরাজিত হয়ে আত্নসমর্পণ করে । পরবর্তীতে মিত্রবাহিনী তাঁকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় এবং সেখানে ১৮২১ সালে তিনি মারা যান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions