Solution
Correct Answer: Option B
ইংরেজ শাসনামলে ১৯০৬ সালে চট্টগ্রামের পার্বত্য এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি নিয়ে প্রথম পরিকল্পনা করা হয়। এসংক্রান্ত দ্বিতীয় গবেষণাটি হয় ১৯২৩ সালে। তবে ১৯৪৬ সালে বর্তমান বাঁধ এলাকার ৬৫ কিলোমিটার উজানে বরকলে প্রকল্প করার প্রস্তাব করেন। ১৯৫০ সালে মার্জ রেনডাল ভ্যাটেন কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স কাপ্তাইয়ের ৪৫ কিলোমিটার উজানে চিলার্ডাকের একটি সাইট প্রস্তাব করেছিলেন। ১৯৫১ সালে সরকারি প্রকৌশলীরা চিত্মরমকে প্রকল্পের জন্য বেছে নেন। অবশেষে ১৯৫২ সালের শুরুর দিকে বাঁধ নির্মাণের জন্য কাপ্তাইকে নির্বাচিত করা হয়।
অবশেষে এটি ১৯৬২ সালে চালু হয়। ১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।