আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কী?
A পোর্ট ব্লেয়ার
B কাঁচনজঙ্ঘা
C কোহিমা
D শ্রী বিজয় পুরম
Solution
Correct Answer: Option D
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।
- জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানিয়েছে নয়া দিল্লি।
- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স এ এমন ঘোষণা দেন বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
সোর্সঃ প্রথম আলো।