বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
A ফুটবল
B ক্রিকেট
C কাবাডি
D হকি
Solution
Correct Answer: Option C
- কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা।
- ১৯৭২ সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- এই খেলাটি হা-ডু-ডু নামেও পরিচিত এবং এটি দেশের একটি ঐতিহ্যবাহী খেলা।