তাসমান সাগর ও প্রশান্ত মহাসগরকে যুক্ত করেছে কোন প্রণালি?
A কুক
B হরমুজ
C পক
D মালাক্কা
Solution
Correct Answer: Option A
কুক প্রণালি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ (North Island) এবং দক্ষিণ দ্বীপকে (South Island) পৃথক করেছে। এর পশ্চিমে তাসমান সাগর এবং পূর্বে প্রশান্ত মহাসাগর অবস্থিত। ফলে এই প্রণালিটি তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।