Solution
Correct Answer: Option D
ঢাকার পূর্বাচলে অবস্থিত ‘শেখ হাসিনা সরণি’ ১৪ লেন বিশিষ্ট। এর মধ্যে ৮ লেন সড়ক এক্সপ্রেসওয়ে। বাকি ৬ লেন স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিসরোড হিসেবে ব্যবহৃত হচ্ছে। ‘শেখ হাসিনা সরণি’ ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযোগ করতে পূর্বাচলে নির্মাণ করা হয়েছে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ ১৪ লেনের এক্সপ্রেসওয়ে (বিরতিহীন)।