অক্টোপাসের রক্তের রঙ কি?

A লাল

B নীল

C সবুজ

D কালো

Solution

Correct Answer: Option B

- অক্টোপাস আট বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী।
- এদের মাথার ঠিক পিছনেই ৮টি পা রয়েছে।
- এরা নিশাচর ও ধীরগতি সম্পন্ন।
- এদের দেহ হতে এক ধরনের বিষ নিসৃত হয়, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এজন্য তাকে ডেভিল ফিসও বলা হয়।
- এদের রক্তের রং নীল।
- এরা মাছ, কাকড়া, চিংড়ি প্রভৃতি খায়।
- এরা রং পরিবর্তন করতে পারে।
- এদের জীবনকাল খুব ছোট।
- কিছু কিছু প্রজাতি মাত্র ৬ মাস বাঁচে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions