e-TIN চালু করা হয় কত সালে?

A ২০১১

B ২০১২

C ২০১৩

D ২০১৪

Solution

Correct Answer: Option C

১৯৯৩ সালে ‘অর্থ আইন, ১৯৯৩' এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪ (বি) ধারা নতুনভাবে সংযোজন করে করদাতাদের জন্য Taxpayer's Identification Number চালু করা হয়।
- ১ জুলাই, ১৯৯৪ সাল থেকে এটি কার্যকর করা হয়।

- TIN হলো কর দাতাদের জাতীয় ভিত্তিক শনাক্তকরণ নম্বর। এরপর TIN-কে আরো যুগোপযোগী করতে ‘অর্থ আইন, ২০১৩' এর মাধ্যমে TIN এর পরিবর্তে e-TIN Electronic Taxpayer's Identification Number প্রবর্তন করা হয়। গতানুগতিক ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার e-TIN এর মাধ্যমে করদাতাগণ online-এ নিবন্ধনকৃত TIN সনদসহ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর ওয়েব সাইট থেকে যাবতীয় তথ্য সেবা পেতে পারেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions