আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

A চীন

B জার্মানি

C যুক্তরাষ্ট্র

D জাপান

Solution

Correct Answer: Option C

বিশ্বের শীর্ষ ১০টি আমদানিকারক দেশ- 
- স্ট্যাটিস্টার তথ্যানুসারে, বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২২ সালে এই দেশটি আমদানি করেছে ৩৩ হাজার ৭৬২ বিলিয়ন বা ৩৩ লাখ ৭৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য।

- যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ চীন, যারা একই সঙ্গে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক।
- ২০২২ সালে এই দেশটি ২ হাজার ৭১৬ বিলিয়ন বা ২ লাখ ৭১ হাজার ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।

- বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে জাপান।
- চতুর্থ - যুক্তরাজ্য।
- পঞ্চম - দক্ষিণ কোরিয়া।
- ষষ্ঠ - হংকং।
- সপ্তম - কানাডা।
- অষ্টম - সিঙ্গাপুর।
- নবম - তুরস্ক।
- দশম - ভিয়েতনাম।

সোর্সঃ প্রথম আলো নিউজ। ১৮ সেপ্টেম্বর ২০২৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions