কোনটি চৌম্বক পদার্থ নয়?

A কাঁচা লৌহ

B ইস্পাত

C অ্যালুমিনিয়াম

D কোবাল্ট

Solution

Correct Answer: Option C

- যে সকল পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয় তাদেরকে চৌম্বক পদার্থ বলা হয়।
- যেমন- লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি।
- এ সকল চৌম্বক পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায়।

- যে সকল পদার্থ চুম্বক দ্বারা প্রভাবিত হয় না বা যাদেরকে চৌম্বক পদার্থে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।
- যেমন: কাঠ, কাঁচ, কাগজ, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions