- সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর অ-কার বা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। যেমনঃ
- শশ + অঙ্ক = শশাঙ্ক
- নব + অন্ন = নবান্ন
- দেশ + অন্তর = দেশান্তর
- সিংহ + আসন = সিংহাসন
- স্ব + অধীন = স্বাধীন
- কট + অক্ষ = কটাক্ষ
- দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন ।