নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?

A দেয়াল

B ক্ষুধিত পাষাণ

C পদ্মগোখরা

D একটি তুলসী গাছের কাহিনী

Solution

Correct Answer: Option B

-  রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প 'ক্ষুধিত পাষাণ' ১৯২০ সালে প্রকাশিত হয়।
- তাঁর রচিত অন্যান্য অতিপ্রাকৃত গল্প- কঙ্কাল, গুপ্তধন, জীবিত ও মৃত, নিশীতে, মণিহার ইত্যাদি।

অন্যদিকে, 
• কাজী নজরুল ইসলাম রচিত গল্প - পদ্ম গোখরো।
• সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্প - একটি তুলসী গাছের কাহিনী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions