‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’- গানটির গীতকার কে?
Solution
Correct Answer: Option A
‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’- গানটির গীতকার কাজী নজরুল ইসলাম।
তাঁর রচিত আরও কয়েকটি গান— 'তোরা দেখে যা আমিনা মায়ের কোলে' , 'দর্গম গিরি কান্তার' , 'এই শিকল পরা ছল' ।
- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- সাম্যবাদী,
- ফনিমনসা ইত্যাদি।