দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কী চিহ্ন বসে?
A কমা
B সেমিকোলন
C কোলন
D ড্যাশ
Solution
Correct Answer: Option B
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়।
- যেমন: সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল' পছন্দ করি।