'বর্ণ চোরা' বাগধারাটির অর্থ হলো?

A পাকা আম

B কপটচারী

C ভণ্ড সাধু

D কপটহীন

Solution

Correct Answer: Option B

- 'বর্ণচোরা' বাগধারার অর্থ 'কপট ব্যক্তি' বা কপটচারী।

- বিড়াল তপস্বী / বক ধার্মিক বাগধারা দুটির অর্থ ভণ্ড সাধু।

কিছু গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
• ডাকাবুকো বাগধারা টির অর্থ - নির্ভীক।
• পায়া ভারি বাগধারা টির অর্থ - অহঙ্কার।
• কানকাটা বাগধারা টির অর্থ - বেহায়া।
• কচু বনের কালাচাঁদ বাগধারা টির অর্থ - অপদার্থ।
• তাসের ঘর বাগধারা টির অর্থ - ক্ষণস্থায়ী।
• চোখের বালি বাগধারা টির অর্থ - চক্ষুশূল।
• গুড়ে বালি বাগধারা টির অর্থ - আশায় নৈরাশ্য।
• ঢাকের বাঁয়া বাগধারা টির অর্থ - যার কোন মূল্য নেই।
• নারকের ঢেঁকি বাগধারা টির অর্থ - বিবাদের বিষয়।
• সোনার কাঠি রূপার কাঠি বাগধারা টির অর্থ - বাঁচামরার লড়াই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions