ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি । তা হলে কতটি ময়ূর আছে?
Solution
Correct Answer: Option A
ধরি,
ময়ূর আছে ক টি
হরিণ আছে = (৮০ - ক)টি
প্রশ্নমতে,
২ক + ৪ (৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, ৩২০ - ২ক = ২০০
বা, - ২ক = ২০০ - ৩২০
বা, - ২ক = - ১২০
বা, ক = ৬০