কোনটি হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস?

A আনন্দ বেদনার কাব্য

B নদী ও মানুষের কবিতা

C দিবারাত্রির কাবা

D পুঁই ডালিমের কাব্য

Solution

Correct Answer: Option A

- হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।
- তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়।
- তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার।

- কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'।

• তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস:
- শঙ্খনীল কারাগার,
- মাতাল হাওয়া,
- দারুচিনি দ্বীপ,
- জোছনা ও জননীর গল্প,
- সৌরভ, দেয়াল,
- অনিল বাগচীর একদিন,
আনন্দ বেদনার কাব্য,
- আগুনের পরশমণি।
 (২০০৮)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions