Mahabub is _____ the phone right now.
Solution
Correct Answer: Option B
Phone এর আগে preposition হিসেবে by, over নাকি on বসবে এটা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তিটা বা বিতর্ক রয়েছে।
Phone বা telephone-এর সঙ্গে prepositions on, over কিংবা by বসতে পারে।
- ফোনে কারো সঙ্গে কথা বলা বুঝাতে এর আগে on বসে। যেমনঃ-
- Mahabub is on the phone right now.
- ফোনের মাধ্যমে কাউকে কোনোকিছু জানালে বা তথ্য প্রদান করলে এর আগে over বসে। যেমনঃ-
- He invited me over the phone.
- ফোনে কোনো কাজ করা বুঝালে এর আগে by/over উভয়ই বসতে পারে। তবে মনে রাখতে হবে, by ব্যবহার করলে phone বা telephone-এর article the আগে বসবে না। যেমনঃ-
- Much of his work is done by phone.