- মইদুল হাসান রচিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'মূলধারা ৭১' (১৯৮৬)।
- মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর সহযোগী থাকার সুবাদে লেখক এ গ্রন্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের নিরেট বর্ণনা দিয়েছেন।
- ১৯৭১ সালের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল মূল উপাদানকেই তিনি একত্রে এ গ্রন্থে তুলে ধরেছেন।
- নীহাররঞ্জন রায় রচিত বাংলার ইতিহাস বিষয়ক গ্রন্থ 'বাঙ্গালীর ইতিহাস: আদি পর্ব (১৯৪৯)।
- বাংলাদেশের বয়স ৫০ বছর উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য বাংলার ইতিহাস নিয়ে মুনতাসির মামুন কর্তৃক রচিত গ্রন্থ 'বিদ্রোহী বাঙালি' (২০২১)।
- ওয়াকিল আহমদ রচিত বাংলার ইতিহাসভিত্তিক গ্রন্থ 'বাংলার বিদ্রোহী বারো ভূঁইয়া : ইতিহাস ও মিথ' (২০২৩)।