বিষাদ-সিন্ধু একটি- 

A গবেষণা গ্রন্থ

B ধর্ম বিষয়ক প্রবন্ধ

C ইতিহাস আশ্রয়ী উপন্যাস

D আত্মজীবনী

Solution

Correct Answer: Option C

- কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত ‘বিষাদ-সিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস।
- এটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস উপন্যাস। 
- উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। ১)‘মহরম পর্ব’, ২) ‘উদ্ধার পর্ব’ ও ৩) ‘এজিদবধ পর্ব’।
- তার আরেকটি বিখ্যাত উপন্যাস হলো উদাসীন পথিকের মনের কথা।
- তার রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য।
- মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions