‘আড়কোলা’ শব্দতিতে ‘আড়’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

A বিশিষ্ট

B বক্র

C আধা

D অভাব

Solution

Correct Answer: Option A

বক্র অর্থে ‘আড়’- আড়চোখে, আড়নয়নে। আধা অর্থে- আড়মোড়া, আড়পাগলা। বিশিষ্ট অর্থে- আড়কোলা, আড়গড়া, আড়কাঠি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions