'ঘোড়ায় গাড়ি টানে'—এই বাক্যে 'ঘোড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
A কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
B করণ কারকে সপ্তমী বিভক্তি
C কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
D কর্তৃকারকে শূন্য বিভক্তি
Solution
Correct Answer: Option C
• কর্তৃকারক:
বাক্যের যে বিশেষ্য বা সর্বনাম পদের সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন হয়, তাকে বলা হয় কর্তৃকারক।
যেমন- রাজু কলেজে যাচ্ছে।
[এ বাক্যের কর্তা হলো বিশেষ্য পদ রাজু । অতএব রাজু হলো কর্তৃকারক।]
কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা শূন্য বা অ বিভক্তি: খোকন বই পড়ে।
• দ্বিতীয়া বা কে বিভক্তি: মাসুমকে যেতে হবে।
• তৃতীয় বা দ্বারা বিভক্তি: ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
• ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
• সপ্তমী বা এ, য়, তে বিভক্তি:
- গাঁয়ে মানে না, আপনি মোড়ল।
- বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে।
- পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।
- বাঘে-মহিষে খানা একঘাটে খাবেন।
• য়-বিভক্তি: ঘোড়ায় গাড়ি টানে।
•তে-বিভক্তি:
- গরুতে দুধ দেয়।
- বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কীসে?