'রাজার রাজ্য'—এটি কোন প্রকারের সম্বন্ধ পদ?

A জন্ম-জনক সম্বন্ধ

B অধিকার সম্বন্ধ

C কার্য-কারণ সম্বন্ধ

D অংশ সম্বন্ধ

Solution

Correct Answer: Option B

- 'রাজার রাজ্য' বলতে রাজার অধিকারভুক্ত রাজ্যকে বোঝানো হচ্ছে।
- এখানে রাজা এবং রাজ্যের মধ্যে অধিকার বা মালিকানার সম্পর্ক বিদ্যমান।
- কোনো ব্যক্তি বা বস্তুর উপর অন্য কারো মালিকানা বা কর্তৃত্ব বোঝালে তাকে অধিকার সম্বন্ধ পদ বলে।
- যেমন: 'আমার বই', এখানে বইটির উপর আমার অধিকার প্রকাশ পাচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions