'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' কী?

A আত্মজীবনীমূলক গ্রন্থ

B জুলাই বিপ্লব চলাকালে এবং পরে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবিসংবলিত আর্টবুক

C ফটোগ্রাফির ওপর লেখা বই

D যুদ্ধের ইতিহাস ভিত্তিক বই

Solution

Correct Answer: Option B

- 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' (The Art of Triumph) হচ্ছে একটি আর্টবুক, যাতে জুলাই বিপ্লব চলাকালে এবং পরে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংকলিত হয়েছে।
- এই বইটি মূলত ঢাকার বিভিন্ন স্থানে ছাত্রদের আন্দোলনের সময় ও পরবর্তীতে আঁকা দেয়ালচিত্রের ফটোগ্রাফি নিয়ে তৈরি, এবং এতে বাংলাদেশের নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা, প্রতিবাদ ও ইতিবাচক বার্তা ফুটে উঠেছে।
- বইটি সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি, যাতে আন্দোলনের সময়কার এই অনন্য শিল্পকর্মগুলো ভবিষ্যতের জন্য রক্ষা পায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের শিল্পের পরিচিতি বাড়ে।

- এটি কোনো আত্মজীবনী, ফটোগ্রাফির সাধারণ বই বা যুদ্ধের ইতিহাসভিত্তিক বই নয়; বরং আন্দোলনকালীন দেয়ালচিত্রের ছবি ও গল্পের সংকলন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions