স্নায়ুতন্ত্রের প্রধান কেন্দ্র কোনটি?

A মস্তিষ্ক

B সুষুম্নাকাণ্ড

C হৃদপিণ্ড

D সেরেবেলাম

Solution

Correct Answer: Option A

- মস্তিষ্ক হলো মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান এবং নিয়ন্ত্রণকারী অংশ।
- এটি সমস্ত সংবেদী অঙ্গ থেকে তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং প্রতিক্রিয়া প্রদানের কাজ করে।
- চিন্তা, চেতনা, স্মৃতি, আবেগ এবং সকল ঐচ্ছিক কাজের কেন্দ্রবিন্দু হলো মস্তিষ্ক।
- সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক এবং দেহের অন্যান্য অংশের মধ্যে সংকেত আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions