Solution
Correct Answer: Option D
- রক্তচাপ পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিলিমিটার পারদ (mm Hg)।
- যন্ত্রের পারদস্তম্ভ কত মিলিমিটার উপরে ওঠে, তার ওপর ভিত্তি করে এই পরিমাপ করা হয়।
- রক্তচাপের দুটি মান থাকে—সিস্টোলিক (উচ্চচাপ) এবং ডায়াস্টোলিক (নিম্নচাপ)।
- প্যাসকেল চাপের একক, ক্যালরি শক্তির একক এবং লিটার আয়তনের একক।