এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত?

A পাকিস্তান

B ওমান

C তাজিকিস্তান

D উজবেকিস্তান

Solution

Correct Answer: Option C

- এশিয়ার বৃহত্তম মসজিদ 'ইমাম আবু হানিফা' তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থিত।
- মসজিদটির মূল আয়তন ৬২ হাজার বর্গমিটারের চেয়ে বেশি।
- এখানে একসঙ্গে ১ লাখ ৩৩ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন।
- এর মধ্যে মসজিদের ভেতরে ৬২ হাজার মুসল্লির ধারণক্ষমতা রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions