রক্তের কত শতাংশ প্লাজমা?

A ৪০%

B ৫০%

C ৫৫%

D ৬০%

Solution

Correct Answer: Option C

- রক্তের প্রধান উপাদান হলো প্লাজমা (রক্তরস) ও রক্তকণিকা।
- রক্তের শতকরা ৫৫ ভাগ প্লাজমা ও বাকি ৪৫ ভাগ রক্তকণিকা।
- প্লাজমাকে আলাদা করলে এটি হলুদ বর্ণের দেখায় এবং রক্তকণিকা গুলো এই রক্তরসে ভাসমান থাকে।
- প্লাজমায় শতকরা ৯০ ভাগ পানি, বাকি ১০ ভাগ দ্রবীভূত অবস্থায় জৈব ও অজৈব পদার্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions