'ওই পুকুরের মড়ার সাথে শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠিক করলে!' বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
A উপমার ভুল প্রয়োগ
B যথার্থ শব্দ প্রয়োগ না করা
C বাগধারার শব্দ পরিবর্তন জনিত
D বাচ্যজনিত
Solution
Correct Answer: Option C
- এই বাক্যে 'ঘাটের মড়া' (অর্থ- মৃত্যু আসন্ন যার/অকর্মণ্য বৃদ্ধ) এর পরিবর্তে 'পুকুরের মড়া' ব্যবহার করাতে বাগধারাটি তার যোগ্যতা হারিয়েছে।
সঠিক বাক্যটি হবে - 'ওই ঘাটের মড়ার সাথে শেষ পর্যন্ত মেয়ের বিয়ে ঠিক করলে!'